চাকরির সুবিধার জন্য একটি অত্যাধুনিক Placement Cell এর মূল কাজ হলো দেশ-বিদেশের খ্যাতনামা ইন্ডাস্ট্রির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করার মাধ্যমে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের জন্য মানসম্মত চাকরির ব্যবস্থা করা। Placement Cell এর কাজ সংক্ষেপে তুলে ধরা হলো।
টেকনোলজি ভিত্তিক শিক্ষার্থীদের জীবন বৃত্তান্ত, ফোন নাম্বার, ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ ও ডাটা বেইজ তৈরি করা।
প্রস্তুতকৃত তালিকা ওয়েব সাইটে দেওয়া ও নিয়মিত Update করা।
সম্ভাব্য চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানার সাথে যোগাযোগ করে চাকরি দাতাদের সাথে সুসম্পর্ক তৈরি ও তাদের সাথে MoU করার মাধ্যমে উর্ত্তীণ ছাত্র/ছাত্রীদের চাকরির ব্যবস্থা করা।
শ্রম বাজারের চাহিদা নিরূপন করা। সে মোতাবেক দক্ষ জনবল তৈরি ও সরবরাহ করা।
Job Placement Fair এর আয়োজন করে উর্ত্তীণ ছাত্র/ছাত্রীদের চাকরির ব্যবস্থা করা।
Placement বিষয়ক ম্যাগাজিন বের করা। সেখানে দক্ষ শিক্ষার্থীদের নাম, ঠিকানা, সম্ভাব্য চাকরি দাতা প্রতিষ্ঠান, কল-কারখানার তালিকা প্রকাশ এবং ভাল চাকরি লাভের উপায় সম্পর্কে আলোকপাত করা।
স্বনামধন্য কল কারখানায় শিক্ষার্থীদের Study Tour ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
Industry Linkage বৃদ্ধির অংশ হিসেবে কল-কারখানার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে Guest Lecturer হিসেবে আমন্ত্রন করা। সভা, সেমিনারে তাদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
বিদেশে চাকরির ক্ষেত্র খোঁজা ,যোগাযোগ সমন্বয় সাধন , পথ প্রদর্শন ও যোগদানে সহায়তা করা।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন, তাদের কর্মক্ষেত্রের তথ্য সংগ্রহ এবং বর্তমান শিক্ষার্থীদের চাকরি লাভে তাদের পরামর্শ ও সহযোগীতা প্রদানে উদ্ধুদ্ধ করা ।
মক ইন্টারভিউ এর ব্যবস্থা করা।
স্বানামধন্য প্রতিষ্ঠানের HR আমাদের ক্যাম্পাসে এসে In Campus Interview এর ব্যবস্থা করছে।
শিক্ষর্থীদের ভালো জব পেতে ক্যারিয়ার কাউন্সিলিং-এর ব্যবস্থা করা হয়।
টেকনোলজি ভিক্তিক ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়।
মনোবিজ্ঞানী দ্বারা শিক্ষার্থীদের ব্যাক্তিগত জীবনের সমস্যা সমাধান এবং সঠিক পথ প্রদর্শন করা হয়।
বিষয়ভিত্তিক তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে “Enhance your Encourage” এবং “Cyber Knowledge” নামক দুটি সেমিনার আয়োজন করা।এছাড়াও আরো অনেক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে।