আই ইউ টি তে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাফল্য
(১২ মার্চ ২০২৩) সম্প্রতি বড় সাফল্য পেয়েছে সিলেট বিভাগের সবচেয়ে বড় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। গত ১০ মার্চ ২০২৩ এ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজিপুরে সম্পন্ন হয়ে গেলো “Cennovation 2023”। Cennovation ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি কতৃক আয়োজিত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভাল। এবার Cennovation এর ৮ম আসর অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে মেকানিক্স অলিম্পিয়াড, গেইম অব ট্রাস,সিসমিক চ্যালেঞ্জ,বাজার মাস্টার,বাজার মাস্টার সহ মোট ১১ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আইইউটি,বুয়েট,এমআইএসটি,ডুয়েট,রুয়েট,কুয়েট, চুয়েট, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৭৯ টি টিম কে পিছনে ফেলে ‘গেইম অব ট্রাস’ ইভেন্ট এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের টিম ‘ব্রিজ বিল্ডার্স’। প্রতিযোগিতায় ‘ব্রিজ বিল্ডার্স’ এর সাফল্য ছিল ঈর্ষণীয়। ট্রাসের ইফেসিয়েন্সি ৬৪ %, সেল্ফ ওয়েট ১০২.৪ গ্রাম এবং ওয়েট ক্যারিড ছিলো ৬৫.৬ কেজি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন সিভিল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: রায়হান চৌধুরী এবং মো: এহসানুল হক।
Cennovation 2023 এর প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, চেয়ারম্যান ও এমেরিটাসঅধ্যাপক , ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা, সাবেক অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ঢাকা। চিফ প্যাট্রোনের ভুমিকায় ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিপার্টমেন্ট হেড প্রফেসর ড. হোসেইন মোহাম্মদ শাহীন।ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেইন।